যে ঘরে সোনালি বৃষ্টি: নাজমুন নেশা পিয়ারি

0
13

কিছুই চাই না আমি
শুধু একটা গাঢ় নীল পর্দা টানা ঘর
লাল রঙের একটি টেপ রেকর্ডার
যেখানে একসঙ্গে সবুজ হলুদ
আর নীলাভ সংগীত বেজে উঠবে।
মধ্যাহ্নে গুঞ্জরনময় বৈদ্যুতিক পাখা থেকে
ঝড়ে পড়বে সোনালি বৃষ্টি
শিরায় বইতে থাকবে তীব্র স্রোত
রক্তগোলাপের
সমস্ত দরজা অপরূপ রহস্য নিয়ে
বন্ধ হয়ে যাবে।
আমার ভেতরে বেড়ে ওঠা
নিবিড় সুগন্ধগুলো
কোথাও পৌঁছবে না কোনোদিন।
কোমল বেগুনি রঙের বিছানায় লীন আমার সত্তা
নিঃশব্দে থাকবে শুয়ে
জল যেমন জলের ভেতরে আজীবন শুয়ে থাকে।।