পিরিতে বর্ষা লেগে আছে
শ্রাবণ বাতাসে গলে অভিমান
জর্দা চোয়ানো রঙে থমথমে জল
বেপাত্তা ভেসেছি এতদূর,
জোছনাবাটিতে কারা রাত্রি জাগে?
পাহাড়তলিতে পড়ে থাকে পদচিহ্ন
গাঁয়ের মোড়লের চাবুক বাজাচ্ছে প্রাণে
ভুল হল তবে এতখানি ভালোলাগা?
কংসাবতীর জলে কাদা বাড়ায় ধর্মাবতার
পাখিরা হেসে উঠেছিল
তারপর বনপথে ছাতা খুলে দাঁড়ায় করম পরব
ভাদরিয়া ঝুমুর গীতে বাড়ে উদাসি মায়া