আয়ুর নিরক্ষে: নীলাদ্রি দেব

0
15

সূর্য সহজাত,
ভিন্ন উদয় অস্তে কতটা পূর্ব পশ্চিম
হয়তো সূক্ষ্ম,
তারতম্য ঠেলে দিচ্ছে ছাদের কিনার
আচ্ছন্ন ন্যাপথল গড়িয়ে সম্ভাবনা
বিচারের হলুদ, পাল্লাপাথরে শূন্য
বেহুলা-ফেরা মান্দাসে ঘাট পাথরের ক্ষত
সময়-খণ্ড একক ঢিলের মতো সত্য
অনন্ত লঘু হয়ে আসে অতর্কিতে
মার্জিন ছাড়া তুলট কাগজে ভাগশেষ
ভিড়ে ও ভৌত এককে স্নায়ু সুতোর গিঁট
যদিও ঈশারায় পূর্ণাঙ্গ ঘাতক নয়,
শিশু বেড়ে ওঠে সমান্তরাল