উত্তম চৌধুরীর কবিতা

0
271
Uttam Chowdhury

উত্তম চৌধুরী (Uttam Chowdhury)

জন্ম: ১৯৬২। ইংরেজি ভাষা-সাহিত্যে স্নাতকোত্তর,বি এড। প্রকাশিত কাব্যগ্রন্থ: ২১টি। উল্লেখযোগ্য: শব্দবাহক, সনেট আটচল্লিশ, করতালি ধরে রাখবেন, চূর্ণ কবিতারা প্রভৃতি। পুরস্কার প্রাপ্তি: বিনয় পদক, ত্রিবৃত্ত, চিকরাশি, মন্দাক্রান্তা প্রভৃতি।

টুকরো টুকরো

প্রকৃত আলোর কাছে প্রস্তাবিত দিন সাঁকোর ডামি নিয়ে
সড়ক পেরিয়ে যায়।

ডিএমইউ ট্রেনের মতো দু’মুখো চিন্তায়
ভরে উঠছে যাত্রাপথ, গন্তব্য আর গতিশীল যান।

নিজস্ব সাম্পান থেকে নেমে আসছে ভাবনার
ভাষাসমূহ,বরফকুচির মতো উজ্জ্বল আনন্দরা।

পাহাড়ে টয়ট্রেনে চড়ার মতো অভিজ্ঞতা
লাফিয়ে উঠছে আলো নিভে গেলে রাতের জানালায়।

কারমাইলের চোখের হ্রদে ছবির মতো ভেসে ওঠে
টাইমকলের নিচে চান সারা রমণীর বুনো দেখাকৃতি।

ঝোরার গতির কাছে নুয়ে আছে বিকেলের আলসে সময়,
মেঘের অজস্র রং আর অরণ্যের গাঢ় আদিমতা।

যাপন

জলবৃত্ত নেচে ওঠে জলে।

নদীটির চোখের আড়ালে
শিলীভূত জনৈকার মুখ।

এই দৃশ্য তুলে রাখে ব্রিজ,
এই দৃশ্য খারিজ করেছে
দূরদর্শী মিশকালো কাক।

উড়ন্ত মেঘের ঠিক নিচে
ফাঁক রেখে ছুটে যাচ্ছে চিল।
বনবাংলোর গ্রিল ধরে
সময় মাপছে এক মেয়ে।