অপ্রেমপত্র :: শুদ্ধেন্দু চক্রবর্তী

0
593

তোমাকে লিখিনি আমি প্রেমের কবিতা একদিনও
ওয়েব সিরিজের মতো ভেসে আসে ছবিময় শুধু
সে ছবির ক্যানভাসে ভেসে আসে মুখ মণ্ডলী
অর্ধেক কালো তার,অর্ধেক মুখোশেই ঢাকা।

প্রেমের কবিতা কেন লিখিনা প্রশ্ন করেছিলে
লিখেছি অনেক উড়ো চিঠি রোজ যাতায়াতপথে
সে সব চিঠিতে নেই স্বাক্ষর মুঠোছাপ কারও
যে হাত ধরতে গেছি সেই হাত ছেড়ে চলে গেছে ।

মাটি ভেদ করে আসে শতাব্দীপ্রাচীন গুহালিপি
কারা এঁকেছিল ওই প্রস্তরে হরপার্বতী
সে গবেষণা পরে হোক।আপাতত অভুক্তযাপন
আঁকড়ে ধরছি এই অনিশ্চিত অশ্লেষা গ্রহ ।

চিঠির ভিতর সুর,সুরের ভিতর দোলাচল
ছুটে আসে শিশুগুলো,ওদের আর স্কুলযাওয়া নেই
ছন্দ পালটে যায়।ছোট্ট আঙুলে পয়সাটি
তোমাকে লিখিনি চিঠি।যন্ত্রণাটুকু পড়ে আছে

পত্র লিখিনা আর ।মুচলেখা লিখে যাই শুধু
কবিতায় ভর করে হাজার বছর নিস্তব্ধতা
তার ওইপারে তুমি চেলো হাতে গেয়ে যাও গান
তোমাকে লিখি না আমি প্রেমের কবিতা আজও নিরো।