শুদ্ধেন্দু চক্রবর্তী

0
266


শুদ্ধেন্দু চক্রবর্তী

জন্ম: ১৯৮০, কলকাতা
প্রথম কাব্যগ্রন্থ: আকাশপালক
অন্যান্য কবিতার বই: শিকারতত্ত্ব, আড়বাঁশির ডাক, জনিসোকোর ব্রহ্মবিহার, কানাইনাটশালা
কবিতাথেরাপি নিয়ে গবেষণামূলক বই: ষষ্ঠাংশবৃত্তি 
সম্পাদিত পত্রিকা: শামিয়ানা

চিড়িয়াতাপু

ভোর ভোর বেরিয়ে পড়েছি। লম্বা সফর
চেক পয়েন্ট পার করে গেলেই দেখা যাবে
সপসপে জাড়োয়া শরীর
স্তন দেখা যাবে যোনি দেখা যাবে
তেল সপসপে খোলামেলা মৈথুন দেখা যাবে
ওদের দেখতে দেখতে আমরা নিজেদের
দেবরাজ ভাবব পয়গম্বর ভাবব মৎসাবতার ভাবব

আমরা ছুঁড়ে দেব রুটি, ওরা কুড়িয়ে কাড়াকাড়ি করে খাবে
আমরা পান ধরে ডাক দেব, ওরা নাচ দেখাবে পরপর
আমরা ওদের কুটিরে ভুল করে শৌচ করব
ওরা রাগ করবে না। পুষ্পবৃষ্টি ভেবে গ্রহণ করবে
আমরা প্যারাসিটামল ছুঁড়ে দেব, ওরা আশীর্বাদ ভেবে ঈশ্বরবেদিতে রেখে দেবে

ভোরভোর লম্বা সফরে বের হয়েছি আমরা
পূর্বপুরুষ দেখব
তাদের নগ্নমৈথুন ছায়া স্বচক্ষে দেখব দু’চোখে
মনেমনে চিড়িয়াতাপুর সিবিচের সূর্যাস্তের মতো
শিহরিত হব
নিজেদের দেবরাজ ভাবব
পয়গম্বর অথবা মৎসাবতারের মতো কিছু একটা
ভাবব