সুব্রত দেবনাথের কবিতা

0
700
Subrata Debnath

সুব্রত দেবনাথ (Subrata Debnath)

ফ্রেম

একটি নির্দিষ্ট ফ্রেমে আমার চোখ বাঁধা
ফ্রেমের বাইরে চোখ নিতে পারি না
চেষ্টা করলে হয়তো পারতাম, কিন্তু সে চেষ্টায় ব্যর্থ ।
জন্ম থেকেই এই ফ্রেমে বন্দি
আমার আর্টিস্ট এভাবেই আমাকে গড়েছে ।
যতবার ফ্রেমের বাইরে তাকাবার চেষ্টা করেছি
পাশের ফ্রেম থেকে আওয়াজ এসেছে
ধমকের সুরে !
আর সাহস হয়নি।
দেখেছি ফ্রেমের বাইরে যারা তাকাবার দুঃসাহস করেছিল
তাদের গ্যালারি থেকে সরিয়ে দেওয়া হয়েছে,
অথচ যারা আর্টিস্টের নিয়মানুযায়ী আছে
তারা দিব্যি ঝুলছে গ্যালারির ফোকাস্ লাইটের নীচে

শুনেছি ভিঞ্চি অনুমতি দিয়েছে মোনালিসাকে তার চোখ ১৮০ ডিগ্রি ঘোরাবার ।
যদি এমন কোন আর্টিস্ট আমায় গড়ত
তবে আমিও নিশ্চয়ই পারতাম নির্দিষ্ট ফ্রেমের বাইরে তাকাতে ।