প্রকৃত ও প্রকৃতি: তানিয়া চক্রবর্তী

0
222


যা হচ্ছে তা হোক
যা হচ্ছে না তা হওয়ার বৃত্ত থেকে
খুলে খুলে পড়ছে শব্দ
মিথ্যের সত্যিরা লুকিয়ে থাকে ডানায়
সত্যির মিথ্যের জেগে থাকে বুকে….
কিছু জটিল শিরশিরানি
মানুষকে বাঁচতে দিচ্ছে গুটিপোকার মতো…

একটা দুটো সত্যি
আকস্মিক ভাগ্যের মুখে থুবড়ে পড়ে হাসে…
কান্নার এক আলোকিত জোর আছে বুকে
এখানে লুডোতে সাপ আর সাপ
সাপের শরীর ধরে মন্ত্র শিখেছি বলে
এখন আমাকে লজ্জাবতীর মতো দেখতে….
এক একদিন আসে …
যখন লজ্জা উলঙ্গ হতে শিখে যায়…..
সেইসব দিনে আমরা চাঁদের ডানাকে
মেঘের গর্জন শোনাতে বাইরে বেরোবো….


ভুল বুঝতে পারা সহজ
ভেঙ্গে দিতে পারাও সহজ

গড়তে লাগে শক্তি…
যেন অন্ধকারের মরচে পড়া তারা…
তারার আলোয় নামের অনেক চাপ….
কিন্তু আলো তেমন আসেনা গলির মুখে….
বিশ্ব বলছে মুভ অন, মুভ অন…

কোথাও কোনো লালন নেই…
মাটি খুঁড়ে ঘামের জলে
কেউ কাউকে বাসছে না আর ভাল

সবাই কিছু খুঁজছে….
হাতের ভেতর প্রাণ নিয়ে
অন্য বুকে বাঁচার কথা ভাবছে….