বোঁচা: শ্বেতা চক্রবর্তী

0
332

কাহিনিতে একটা বোঁচা ছেলে এসে বসেছে।
আমি তার নাক লম্বা করার চেষ্টায় রয়েছি।
চেষ্টা করেই চলেছি,চেষ্টা।

সারারাত চেষ্টা চললো।একটুও সফল হই নি!
আকাশে তারারা ফুটলো।
জীবন জীবনের চেয়ে বেশি ছুটলো।
প্রেম প্রেমের চেয়ে বেশি।

সকাল হল।আমি বিদায় নেবো এবার।
বোঁচা কাঁদছে।
আমি এবার তাকে বললাম,কেঁদো না,কিছু সীমা মানুষের থাকেই।
এই যেমন আমার।তোমায় কিছুতেই প্রেমিক ভাবতে পারিনি।

আসলে আমরা সবাই বোঁচা।শরীরের এক একটা অংশে।
মনের এক একটা অংশে।

জীবন দুঃসহ লাগলে আমরা সবাই বোঁচা থেকে একটু টিকোলো হই,
একটু চোখা!

এখনো তোমার সে সময় আসে নি!
এখনো আমার সে সময় আসে নি!

আমরা প্রেমে নেই,অথচ সঙ্গে আছি।
এই আমাদের দোষ!

বরং বিদায় ভালো।স্মৃতির চেষ্টায় রঙ লাগুক!

ভালোবাসা বলে মানুষ যাকে ভুল করে।

এই বেশ!