ডাক্তার: স্বরূপ চন্দ

0
282

হাসপাতালের ডিউটি সেরে যে ডাক্তার
নিজের চেম্বারে বিনে পয়সায় রোগী দেখে
ওষুধ কোম্পানি থেকে পাওয়া স্যাম্পেল দেয়
দুস্থ রোগীকে
আমি তাকে স্যালুট করি।

গ্রামীণ হেলথ সেন্টারের যে ডাক্তার
তার ডাক্তার সুলভ ভ্যানিটি বাদ দিয়ে
তার ডাক্তার সুলভ গ্র‍্যাভিটিকে তোয়াক্কা না করে
ইনফ্রাস্টাকচারের বাহানা না দিয়ে
উন্নত যন্ত্রপাতি ও প্রযুক্তির দোহাই না দেখিয়ে
বাবলা গাছে স্যালাইন ঝুলিয়ে চিকিৎসা করে
আমি তাকে কুর্ণিশ জানাই।

বাঁকুড়া পুরুলিয়ার বর্ডারে মণিহারা গ্রাম
সেই গ্রামে কলকাতা থেকে এক ডাক্তারবাবু আসেন
পাঁচ টাকা ফিস নিয়ে রোগী দেখেন
গ্রামের মানুষ তাকে ভগবান বলে
আমি সেই ভগবানকে আমার প্রণতি জানাই।

ভূ-ভারতে পঞ্চাশ টাকায় ডায়ালিসিস হয় না
কিন্তু কলকাতায় হয়
যে ডাক্তার সেই চিকিৎসা করেন
আমি তাকে ভগবান বলি

ঈশ্বর মন্দির, মসজিদে থাকে না
ঈশ্বর জল,স্থল,অন্তরীক্ষে থাকে না
ধূলি-মাটির পৃথিবীতে ঈশ্বর থাকেন মানুষ হয়ে
বাঁকুড়া পুরুলিয়ার বর্ডারে– মণিহারা গ্রামে।