একটি প্রেমের কবিতা: শুদ্ধেন্দু চক্রবর্তী

0
289

জাংশানে খুঁজি রোজ গজমতি মালা
প্রেমের ঘোড়ার সাজ চেতকের মতো
ছাই মেখে বসে আছে সাগর মেলায়
ভগীরথ এনে দেবে পয়োমন্ত জল

অপেক্ষা ফিরে যায় মুখ ভার করে
টেবিলে ডুকরে কাঁদে বেলিফুল সুগন্ধি রুমাল
মাছের পেটের খাঁজে রাজার আংটি খুঁজি আমি
বিদূষক কৌতুকে হিসেবের বিল দিয়ে যায়

গজমতি মালা হায় কখন পরাবে প্রিয়তমা
জরুরি বিভাগ বলে হাতে বড় অল্প প্রহর
গানের ভিতর বিউগল বেজে ওঠে পঞ্চমে
এখনই শত্রুসেনা আছড়ে পড়বে দরজায়

এই চিঠি সাদা গোলাপের সুরে গায়
আমাদের সেই কবে কোণ্ডাগাঁও দেখা হয়েছিল
ভিটেতে বাস্তু নেই ঘর নেই পিনকোড নেই
কোথায় রাখবে বল ভিতরের এই রোষানল।