বধূ: সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়

0
338

এসেছ আষাঢ় তাই, কৃষ্ণ সেজে আজ হোলিখেলা

 

ভিজে যাচ্ছে মাটি আর খুলে যাচ্ছে সব ঘর দোর

এতদিন ধুয়ে মুছে যা রেখেছি,

 

সব শুধু তোর

 

খসে পড়ছে পলেস্তরা,

জেনে গেছে পাড়া প্রতিবেশি

নিভৃত ঘরে আজ

বসে আছে

 

দুই সন্নেসী!

 

এসেছ আষাঢ় তাই, রাই আজ শ্যামসঙ্গ করে,

হয়েছে কলঙ্কিনী

এইবার বানপ্রস্থে যাবে…

 

শরীরেই মোক্ষ তার, বৈধব্যে দারুণ অনিহা

 

রাধা রাধা করে শ্যাম, রাই শুধু চুপ করে

দূরত্ব রাঁধে

 

বধূ মানে,

যে যুবকের মনটুকু বাঁধে !