সাঁত্ততালি কবিতা: সাধু রামচাঁদ মূর্মু

0
443

ভোর বেডা (ভোর বেলা)
বাংলা অনুবাদ– বিকাশ দাশ

ভোর হলে পাখিরা দেখি কিচিরমিচির করে
ঘাসের’পরে গুঁড়ো গুঁড়ো শিশির পড়ে ঝরে।

জীবন মন শীতল করে মৃদুমন্দ হাওয়া
ফুল বাগানে বেলি জবা সবার ফুটে যাওয়া।

বাতাস ভরা ফুলের গন্ধ চারিদিকে ছোটে
ডাইনে বাঁয়ে একসাথে সব মজায় দুলে ওঠে।

পোকারা সব আসছে ছুটে চুষবে বলে রস
আনন্দে সব লাফিয়ে ওঠে মিটবে মনের আশা।

পুবের মেঘ লালিমা আজ সূর্য যে ঐ ডাকে
উঠে পড়ো শিশুরা সব তাকিয়ে দেখো তাকে।

কাঁধে নিয়ে লাঙ্গল- জোয়াল মাঠে চলে চাষী
খেদিয়ে নিয়ে ছাগল ভেঁড়া যাচ্ছে দাসদাসী।

বাসি মাড় পেটে পুরে পরে নাও ধুতি
পড়াশুনা করতে বসো গুছিয়ে নাও পুঁথি।

চলার পথে বঁধূর সাথে থমকে যেও না
নিজের ঘরে পড়তে বসো নইলে হবে না।