মধুদা ডাকছে
মধুদা ডাকছে
সবাই বলছে, মধুদা ডাকছে
মধুদার এরিয়ায় থাকি
ঘাড়ে একটাই মাথা
কিন্তু ভয় পাব না আর
এখন আঙুল তুলতে হবে এখন প্রশ্ন করতে হবে
কী হবে এই আবছা স্বাধীনতার দেশে ফালতু বেঁচে থেকে?
যেখানে মহাত্মা গান্ধী টাকা হয়ে লুকিয়ে থাকেন বাথরুমের দেওয়ালে?
ভয় পাওয়ার কিছু নেই আমরা রাজনীতি করি না
রাজনীতি আমাদের করে
রাজনীতি উপভোগ করে আমাদের খিদে
আমাদের ভিক্ষে দেয় রাজনীতি
আমাদের চোখ রাঙায়
গুন্ডা পাঠায় বাড়ির সামনে
এই দেশ কাদের হাতে আমরা সবাই জানি
রাজনীতি কাদের দালাল আমরা তাও জানি
উৎসব যে এখন আসলে দাপট দেখানো আমরা কে জানি না?
ছোট দালাল বড় দালাল আমাদের এরিয়া বোঝায়
মধুদা ডাকছে
মধুদা ডাকছে
সবাই বলছে, মধুদা ডাকছে কিন্তু আমি যাব না
আমি আঙুল তুলব
আমি প্রশ্ন করব
গান্ধীবাবা আমাদের খেতে দেয়
মেয়ের লাল জামা দেয়
তাঁকে পাতালঘরে লুকিয়ে রাখল কোন চোর?
মধুদা ডাকছে
জানি মধুদা আমাকে খুঁজে বের করবেই
আজ না হোক কাল
কপালে নল ঠেকিয়ে কী বলবে তাও জানি
বলবে, মানুষ আমাদের পাশে আছে
কিন্তু আমি কী বলব মধুদা জানে না
বলব, ধুর মধুদা! তোমার গুলির পরোয়া করি না…
এবার লাশ হব লাশ, ক্রীতদাস হব না আর কোনওদিন…