আগুন: অভিজিৎ বেরা

0
310

এই সেই গলি
এইখানে বাঁয়ে বেঁকে
কী সরু কী সরু,দুদিকে দোকান
গাড়ি ঢোকে না, হাতে হাতে ধরে…
তারপর সেই মুখ, সাধ না মেটা দেখা
অঙ্গে বস্ত্র নেই
জলস্নান জলস্নান

কে? কে? কে? কে খায়নি নুন?
মাসি পিসি কাকা জ্যাঠা আত্মীয়কুটুম
শুধু মেয়ে বলে সে—

মুখে দেবে না আগুন?