শংকর দেবনাথের কবিতা

0
407
Sankar Debnath

শংকর দেবনাথ (Sankar Debnath)

ক্ষমতাসীনের প্রেম

চাষির লাঙল আর
মাঝির বৈঠা
সমানুপাতিক ৷

লাঙলের ফলা
ফালাফালা করে দেয়
জমির হৃদয় আর
বৈঠা কাটে
নদীর নাব্যতা মেনে
জলের শরীর

বস্তুত ক্ষমতা-হাত
গোলা ভরে আর
পৌঁছে দেয় গন্তব্যের
প্রিয় ঠিকানায়।

প্রকৃত প্রস্তাবে প্রেম
জোরাজুরি চায়।