রূপক চট্টোপাধ্যায়ের কবিতা

0
283
Sankar Debnath

রূপক চট্টোপাধ্যায় (Rupak Chattopadhyaya)

ত্রিবর্ণ

১) নাভিকুন্ড থেকে
ক্ষুধাপদ্ম জেগে ওঠে।
তার তীব্র পরিমলে
ঢলে পড়ে দিনান্তের শ্রমিক পুরুষ!

২) কোনক্রমে
এগিয়ে পিছিয়ে অসমীকরণে
বেঁধে রাখি গনডোয়ানাল্যান্ড!
অন্তরে সব পুরুষেই শালিক পাখি
ষড়ভুজ জীবনের কোনায় কোনায়
উড়ে যায়, ঠোঁটে করে ঘরে আনে
সাঁঝের খড়কুটো, ডানায় ক্লান্তি ঝুঁকি পাড়ে
তবুও দিন থেকে দিনান্ত কাটে দাসত্ব প্রহরী!

৩) সঠিক বিন্দু থেকে অসীম অনন্তের দিকে
খিড়কি খুলে বসে থাকি,
তুমি আসবে কচুশাক আর কুচোচিংড়ি নিয়ে!
তোমার হাতের হলুদ লেগে গেঞ্জি
হবে ধন্য পুরুষ! তার পরের গল্পে তো
সবাই সারমেয় সঙ্গী করে
এগিয়ে যাবে, গন্তব্যের দিকে।

পিছনে পড়ে থাকবে খেলনাপাতি,
সিঁন্দুর কৌটা, আঁচল খোলা চাবি একগোছা!