প্রণয় বটব্যাল (Pranay Batabyal)
হ্যাশ ট্যাগ শীতের পাঁচালী
১.
রডোডেনড্রন,দেখতে পাচ্ছিস?
আজ শীতকাল ঝরাপাতা,তালতলা পিকনিক স্পট!
দুটো পায়ে ভর দিয়ে বরফের দেশ থেকে আয়
এখানে লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকি
পাইন আর বার্চ মুকুট পরুক
নৈর্ব্যক্তিক স্বপ্নের মতো টান দিয়ে
এক একটা রাতে আরো ঠান্ডা পড়ুক!
২.
মুড়কি মুড়ি মোয়া, কিরে কেমন আছিস?
প্রতিটা দিন দুপুর ঘুম,আউটিংয়ে নার্সারি
সন্ধ্যে শাঁখ আর ঝিঁঝির দৌলতে চ শহর থেকে ঘুরে আসি;ওখানে রাতেও ধোঁয়া প্রচুর!
বিরিয়ানি আর বার্গারে চ ভাগ বসাই,
দেখিয়ে দি ভিন্টেজ কাকে বলে!
ফিরে যাই ক্ল্যাসিক রেট্রো দিনে!
৩.
ভাজা পিঠে,পাটিসাপটা বাড়িতে আসবি?
খেজুর গাছে হাঁড়ি বাঁধুক, চিঠি লিখবি!
সরুচাকলি সঙ্গে আনিস,কবিতা লিখব
গন্ধগুলো রাংতা বন্দী,ধারাপাতে শিখব!
বালাপোষে শীত পুষে আলস্য মাখাস
আঙ্গুলের ছাপ মেখে রূপকথা শেখাস!