সব্যসাচী মজুমদারের কবিতা

0
591

লহর

কীভাবে লহর চলে মেঘশঙ্খরোদে!
কীভাবে লহর চলে সম্ভাবনা ছাড়া!

ক্রমশঃ পলির দিকে ম্যাজিক সমূহ…পাখি…
পাখি…
সীমান্ত হাত পেরিয়ে যায়…ঐ যায় হুলুস্বর
হংসধ্বনি গোক্ষুরজল
যায় বেজুবান ও নৃশংস ছুরিকা

তবে এসো,কথা হোক মদিরা-শ্রমণ,
রণকৌশলের ব্যপারে তুমি কী ভেবেছিলে,
কোথায় কোথায় ঘটবে ঘনবসতি বিভ্রম?

করোজ্জ্বল

করোজ্জ্বল ভবচরাচরে তুমি হে কৃপাময় একমাত্র লিবিডো,ভর করেছো সমগ্র গগনমণ্ডলে।
ভূধরে শ্যামা ঘাস তার ফসিল হারালো, বীর্য হারালো না।বরং শিখে নিলো পররাষ্ট্র ও পরবর্তী ঋতূর ঝঞ্ঝাট।

মধ্যবর্তী প্রহরে কোন‌ও শিবা যদি চিৎকৃত হয়
তুমি হে ছিন্ন যৌনাঙ্গের প্রাণী, হেঁটে যাও কলসপত্রী অবধি। বাকিটা শিকারি আর প্রচোদয়া…

তখন তোমার কোন‌ও রোরুদ্যমান তমোঘ্ন নেই
কেবল বাতাসে ভাসে যোনিবর্ণ পতাকা

করোজ্জ্বল নদীতে গাঙিনীর পাড়ে আয়াতে আয়াতে রটে যায় পৃথিবীর লিবিডো আবহাওয়া