কিং সউদের কবিতা

0
417
king saud

আপোষ

তোমার মুখে মুখোশ পরা— আমার মুখে মুখোশ
একটি চুমুর জন্য না হয় একটু করি আপোষ
একটু ছুঁয়ে তোমার হাত– সাবান জলে ধুই
ভ্যাক্সিন নেয়া প্রেমিক আমি; মন সেলাইয়ের সুঁই

প্রণয়ঘরে

আমি কেবল কান্না করি– যেদিন থেকে তুলো হলে! উড়ছো কেবল, ঘুরছো কেবল হাওয়ায়–হাওয়ায়— তেপান্তরে। বৃষ্টি রাতে পাই না কাছে, কুসুম কলির ঘ্রাণ উবে যায়! ঝিনুক, শামুক জানে না সাঁতার–তাও তো ওরা জলে থেকে যায়! তুমি কেন তুলো হলে; আমার মাটির জীবন জুড়ে! কেঁদে–কেঁদে অশ্রু জলে তোমাকে যদি ভেজানো যেত, পেতাম তোমায় আপন করে প্রণয়ঘরে।