পুরনো পাড়া :: হোন ট্যুহোয়্যার

0
427

পুরনো পাড়া

অনুবাদ: শ্যামশ্রী রায় কর্মকার

চা গাছের আশ্চর্য অরণ্য ভেদ করে
কাঁটাগুল্ম ও ঝরনা পার হয়ে
শাকপাতার তিক্ত স্বাদ অতিক্রম করে
এই বিবর্ণ রাস্তা দিয়ে
কেউ আসে না।

শীতল চাঁদের আলোয়
ওই মাতাল বেড়ার খুঁটি
এবং মসে সাদা হয়ে থাকা দরজার দিকে
তাকায় না কেউ

এই পুরনো পাড়াটি
আকাশ ও পৃথিবীকে যখন
তার শেষ প্রণাম জানায়
তখন বাতাস ছাড়া আর কেউ তাকে লক্ষ্য করে না।

লোহার কাঁটাতার যখন
মরচের আক্রমণের সামনে অস্ত্র নামিয়ে রাখে
তার মধ্যে প্রতিবাদের লেশমাত্র থাকে না
বাতাসের ক্রমাগত চিৎকারের সামনে, চপেটাঘাতের সামনে
একবারের জন্যেও বুক চিতিয়ে দাঁড়ায় না তারা

দুধবাহী ট্রাক
কিংবা ভোরের কাগজ বাহী ভ্যানে করেও আসে না কেউ
কারণ, বদমেজাজী ট্রেনে চড়ে
সোনার শহর ছেড়ে আসবার মতো কেউ নেই-
পাহাড় চূড়ায় ওই শান্ত গাছের পাশে দাঁড়িয়ে
অপেক্ষা করার মতো কিছু নেই
পুরনো পাড়া যেখানে কথা হারিয়ে ফেলে
সেখানে আসার মত কেউ নেই আর
কেউ নেই।

—————————————————

মাওরি কবি হোন ট্যুহোয়্যারের জন্ম ১৯২২ সালের একুশে অক্টোবর। ১৯৯৯ সালে তাকে নিউজিল্যান্ডের ‘তে মাতা’ জাতীয় কবি বলে ঘোষণা করা হয়। ২০০৩ সালে সাহিত্যে অসাধারণ অবদানের জন্য তাঁকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। তাঁর বিখ্যাত গ্রন্থ গুলির মধ্যে ‘নো অর্ডিনারি সান’, ‘ডিপ রিভার টক’ এবং ‘শেপ শিফটার’ উল্লেখযোগ্য। ২০০৮ সালে প্রয়াত হন।