দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়

0
307


দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়

জন্ম: ১৯৯২ 
২০১৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর।
প্রকাশিত কবিতার বই:
আমি অলকানন্দা ও ডায়েরির নীল পাতা (২০১৮)
ভালবাসার ডাকপাখি (২০১৯)

যেখানে নেমেছে রাত্রি

যেখানে নেমেছে রাত্রি
যেখানে নিবিড় গন্ধমাখা পুরনো কিছু বিকেল
শ্মশান ধোঁয়ার অভিসার আতরের মতো
ঘুমে বুঁদ হয়ে থাকা কৃষ্ণচূড়ার প্রেমিক
সুইসাইড নোটের না লেখা পাতা
আর প্রশ্ন…

রাইন নদীর তীরে শীত
তখনও সকাল হয়নি
শুকনো পাতারা হাওয়ার স্রোতে
তোমার ঘুমের পায়ের ডগায় এসে ঠেকেছে

তখনও গভীর রাত্রি না স্বভাবে
লাল চোখ তাড়া করে
গম্ভীর নদীর মতো মুখ
বাড়ি না ফেরা যুবতী দৌড়চ্ছে
পথের শেষ প্রান্তের দিকে

যেখানে নেমেছে রাত্রি
যেখানে ঘুমের মধ্যিখানে জমে থাকে জল
মৃত্যুর সাগর
পাথরের মতো অজস্র বিবেক
একলা বদ্বীপ আর তুমি-আমি…

যদি সম্ভব না হয়

যদি সম্ভব না হয় আমাকে ভালোবেসো না।
পাখিকে ভালোবেসো বা গাছকে
কারণ ওদের যত্ন নেয় না কেউ
যা কিছু সত্যি ভালোবাসার তারা খুব অযত্ন পায়

আকাশ খুব গরীব
কিন্তু ও বড়লোক হয়েছে অনেক উঁচুতে উঠে
উঁচুতে থেকে কি করে সমুদ্র উপভোগ করা যায়?
সব কথারই কিছু না কিছু আছে শুধু দরিদ্র ছাড়া

যদি সম্ভব হয় ফুটপাতকে ভালোবেসো
রাগী কুকুরকেও
আমাকে না