দেবাশিস তেওয়ারী
জন্ম ১৯৮২
২০০২ সালে দেশ পত্রিকায় কবিতা প্রকাশের মধ্যে দিয়ে পাঠকসমাজে পরিচিতি।
বিভিন্ন পত্র-পত্রিকাতে নিয়মিত লেখালিখি করেন।
অনুবাদ সাহিত্যে আগ্রহী।
প্রকাশিত হয়েছে ছয়টি কবিতার বই।
নারী
ভিতরে ভিতরে একটা মেঘের জন্ম হলে
বৃষ্টি পড়ে, ঝমঝমিয়ে ভিজতে থাকে পাতাবাহারের পাতা।
তোমার রংবেরঙের ইচ্ছেডানা মেলে উড়তে থাকে আর
কুর্নিশ জানায় আমার আঁধার রাতের অশনিকে।
সামনের লন তখনও ভেজেনি অথচ
ভিতরে ভিতরে একটা ক্ষণজন্মা বোধ
আমার আঁধার রাতের চেরাপুঞ্জি পেরিয়ে
রাঙিয়ে তোলে তোমার ইচ্ছেডানা।
তুমি একবার সন্তানসম্ভবা হবে?
বীজগুলি
বীজগুলি পড়ে আছে মাঠে
অর্ধেক সময় ধরে পা-ডুবিয়ে বসে আছি
কোনও আঘাটায়।
জঞ্জাল জমিন পর্ব শেষ করে
চৈতন্যের নেগেটিভ আকাঙক্ষার শিষধ্বনি
পাখি হয়ে ঝরে পড়ছে খেতে
যেখানে সমস্ত পুঁজি, তন্ময়তা নিয়ে বীজগুলি
মাঠে মাঠে শুয়ে আছে আড়কোল পেতে।
পায়রা
প্রান্তিক আনন্দ থেকে ক্ষয়াটে শব্দেরা
উড়ে এসে বসে আছে তারে,
তাকে পায়রা ভেবে তুমি ধরতে যেই গেলে
শুনতে পেলে অনধিকারের পদধ্বনি
ক্ষয়াটে শব্দের ভিড়ে তোমার আত্মার কারুকাজ
সন্ধের পায়রা হয়ে উড়ল তক্ষনি।