মনোনীতা চক্রবর্তী (Mananeeta Chakrabarty)
এখনও সৃষ্টি হইনি
বাগানের বুলবুল, আমার আকাঙ্ক্ষিত পৃষ্ঠারা, আমার আত্মা এক পঙক্তিতে ঘাসের নিচে শুয়ে আছে।
ওপরে নরম সবুজ ঘাস, যেন সবুজ কার্পেট।
ঘিরে থাকা প্রাচীন শিল্পের চিত্রিত দেওয়াল সেজে আছে উজ্জ্বল। প্রাণবন্ত। ছড়ার গান।
পুকুর পাড়ে আর পুতুলের বিয়ের জলভরা প্রহর নেই। দণ্ডকলস নেই। ফুলের মধু টেনে নেওয়ার কেউ...
যখন আকাশের ছবি তুলি
মানচিত্রের খন্ড খন্ড দেশ গুলোর কথা মনে পড়ে
এঁকেবেঁকে কত রেখা
ভূখণ্ড কে ভাগ করেছে দৃঢ়তার সঙ্গে
দাগের এপারে ওপারে,
কত বিভেদ, কাটাকাটি, মারামারি
অথচ আকাশে কিছুই ছাপ ফেলেনা এসব।
এখনও ভূখণ্ড নিয়ে টানাটানি হয়
কিন্তু, আকাশ নিয়ে কেউ টানাটানি করে না
কারণ, মানচিত্রে আকাশ দেখা যায় না
তাই মান্টো আকাশের গল্প বলে গেছে...
বিকেলবেলার হাওয়া এসে বলে গেল
প্রশ্রয় পেতে পেতেই কেউ উদ্ধত হয়,
তোমার কাছে আরেকটু উদ্ধত হতে চাইলাম,
সত্যযুগের এডিটর কুমুদ দাশগুপ্তর কথা লিখলাম
৭১-এর কলকাতায় গড়ের মাঠে সরোজ দত্তকে নামিয়ে দিলেন
অফিসার রুনু নিয়োগী, তারপর একটা গুলি......
প্রাতঃভ্রমণে এসে কেঁপে উঠলেন মহানায়ক।
আলিপুর সেন্ট্রাল জেলে ২৪মিলিমিটার ওয়াইড অ্যাঙ্গেল ফোকাল লেন্স ক্যামেরায়
কানু সান্যালের ছবি তুলেছিলেন যে চিত্রগ্রাহক,...
মাছি উড়ে যায় শূন্য গোয়ালঘরে
দু-পুরুষ আগে গ্রাম ছেড়েছিল যারা
তাদের শব্দ শকুনের কানে বাজে
তাদেরও উঠোনে ফুটছে নয়নতারা।
ভিজে চোখ নিয়ে প্রাণ হাতে করে ছুটেছে
দাঙ্গার দিনে কেউ আর পিছু ডাকেনি,
আমি যেখানের হাওয়া-জলে বড় হচ্ছি
সেখানে আমার পূর্বপুরুষ থাকেনি।