যখন আকাশের ছবি তুলি মানচিত্রের খন্ড খন্ড দেশ গুলোর কথা মনে পড়ে এঁকেবেঁকে কত রেখা ভূখণ্ড কে ভাগ করেছে দৃঢ়তার সঙ্গে দাগের এপারে ওপারে, কত বিভেদ, কাটাকাটি, মারামারি অথচ আকাশে কিছুই ছাপ ফেলেনা এসব। এখনও ভূখণ্ড নিয়ে টানাটানি হয় কিন্তু, আকাশ নিয়ে কেউ টানাটানি করে না কারণ, মানচিত্রে আকাশ দেখা যায় না তাই মান্টো আকাশের গল্প বলে গেছে...
বিকেলবেলার হাওয়া এসে বলে গেল প্রশ্রয় পেতে পেতেই কেউ উদ্ধত হয়, তোমার কাছে আরেকটু উদ্ধত হতে চাইলাম, সত্যযুগের এডিটর কুমুদ দাশগুপ্তর কথা লিখলাম ৭১-এর কলকাতায় গড়ের মাঠে সরোজ দত্তকে নামিয়ে দিলেন অফিসার রুনু নিয়োগী, তারপর একটা গুলি...... প্রাতঃভ্রমণে এসে কেঁপে উঠলেন মহানায়ক।   আলিপুর সেন্ট্রাল জেলে ২৪মিলিমিটার ওয়াইড অ্যাঙ্গেল ফোকাল লেন্স ক্যামেরায় কানু সান্যালের ছবি তুলেছিলেন যে চিত্রগ্রাহক,...