রথযাত্রা উৎসবের সঙ্গে আমার ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। জগন্নাথদেব মাসির বাড়ি থেকে রথে চেপে আসবেন। দড়ি টেনে তাকে স্বাগত জানাতে হবে। আমার ছোটবেলা মানেই আলিপুরদুয়ার। তখনকার দিনে আজকের মতো ছোট ছোট রথের চল ছিল না। এখন দেখি ছোট রথ নিয়ে বাচ্চারা বাড়ির সামনের রাস্তায় খেলছে। ব্যাপারটা বড় হয়ে...