গুচ্ছ কবিতা: অয়ন বন্দ্যোপাধ্যায়

0
312

যথা-রীতি

তোমাকে সোহাগ করব, সাবধানে, কবিতা যেমন
গোড়ায় কোমল ছন্দ, উদ্দাম মাত্রার ধাক্কা শেষে—
শব্দেরও শিরদাঁড়া-ভাঙা,বাঁকা-লিঙ্গ,ছিঁড়ে-নেওয়া-স্তন…
চুমু-শেষে ধাপে-ধাপে অর্গ্যাজমও,আবেশে আশ্লেষে—

ভালোবাসতে এসে দেখি চতুর্দিকে সংবাদমাধ্যম:
হেডলাইনস্ মুহূর্তে সরে ক্রাইমের বৈচিত্র্য শানিয়ে…
কোথাও পূর্বরাগ নেই,কবি সেজে ডেস্কে ব’সে যম…
আদর করছি পরস্পরকে, মুখে মুখে, বানিয়ে বানিয়ে

লাভ-লাইন

দরজা-কপাট ঝপাট খোলা, ঢুকলাম এই—
শরীরভাঙা পাল্লা-গরাদ; আয়, চলে আয়
বাতাস-বাধাও হাপিশ হল হর্ষ পেয়েই—
ঘি আর আগুন গলছে এখন পবিত্রতায়…

চোখের ভিতর ও’চোখ কাঁপে, অন্তরে বুক…
উরুর নীচে পায়ের নোনা ঝাপট লাগে
স্নায়ুর জ্বলন, রক্ত-লাভা, জোর ধুকপুক…
বাঙাল-ঘটির ঝটাপটির চাদর দাগে…

নিভন্ত রাত—আহিরভৈঁরো,বেহাগ,ইমন…
শিরায় শিরায় বিদ্যুৎ-ট্রেন, বার্তা জানায়—
বন্ধ-ক্যুপে পক্ষীটি নেই, রক্ষী দুজন,
জন্মদিনের পোশাক তোকেই ব্যাপক মানায়!

কনফেশন

রাগ আর কষ্ট দুটোই ভীষণ মাত্রাছাড়া
ভোলবদলের এই জমানায় চমক যেমন—
ছিপ ধরেছিস যখন, পাগল, ফাৎনা-নাড়া,
ঝাপটে-ওঠা মৎস্যটিকেও ধমক দে, মন,

অভিমানের গপ্পো-কথন পুরনো খুব
নতুন-ক’রে হয় না কোনও শ্বাসটান, ক্ষয়…
বাসি চিকেন-টিক্কা-কাবাব— কুড়োনো সুখ…
ভিতর ভিতর হাতড়ে বেড়ায়— হাতটান, ভয়

স্বপ্নসকল মেলাঙ্কোলিক: আল্গা-সেলাই…
সাধ্য তো নেই কানাকড়ির, নিজেই কানা…
বিভ্রম-বুক… মাথার পচন— সামলা রে ভাই!
নোঙরহারা জাহাজ এখন ছিন্ন-ভাঙা…

প্রত্যেক শেষ বিন্দু থেকে আরম্ভ ফের—
কাজফুরনো কম্পাস। আজ কেমন গতিক?
উজান-বেয়েই-যাত্রা— ঠেলে বারণ-প্রভেদ…
হাওয়ায় কীর’ম চিনচিনানি: হেমন্ত ঠিক।

ফুসফুসে জল; গুলিয়ে-গেছে ঈর্ষা ও লোভ…
সাঁতার-দেওয়ার-বয়েস বোধহয় ফুরিয়ে এলো
জাহাজঘাটায় আঁধার— ঘোরে কিস্যা-গুজব—
অন্ধনাবিক একটা মোহর কুড়িয়ে পেলো!

ফেরোমন

প্রীতির গন্ধে গন্ধে এসেছে হায়না
জড়ো করা পাতা— ফোঁটা ফোঁটা কালো চিহ্ন…
বিজবিজে স্মৃতি: তাড়িয়ে দিলেও যায়না
ধড় আর মুড়ো একেবারে বিচ্ছিন্ন—

অনলাইন আর হৃদ্যতা —সব ইতিহাস
সন্ধ্যের রকে বসে যারা গাঁজা টানত
সাক্ষাৎ শত-সংলাপ বিস্মৃতি আজ
মুছে গেছে দাগ-নাম্বার— খতিয়ান তো—

শীতরাতে তবু ভেসে চলে সেই প্রেতচাঁদ
হৈ চৈ…উল্লাস শেষে যারা ক্লান্ত;
চোখ নেই, তাই চিনতে পারেনি প্রেমফাঁদ…
থেকে থেকে চেনা চিৎকার ওঠে, জান্তব—

পচেছে প্রণয়, হয়ে গেছে তার গতিরোধ
শুঁকতে শুঁকতে এসেছে একলা হায়না
চিৎ-হয়ে-থাকা ; জেগে আছে শুধু প্রতিশোধ…
জ্বলে শুধু খিদে— কিছুতে নিভতে চায়না—