আভা সরকার মণ্ডলের কবিতা

0
441
Ava Sarkar Mandal

আভা সরকার মণ্ডল (Ava Sarkar Mandal)

ভেসে গেলে

পাথরের খাঁজে খাঁজে আটকে থাকা
মনের কথাগুলো
কবে যেন ভাব জমিয়ে ফ্যালে বয়ে চলা চপল স্রোতের সঙ্গে
সুখ দুঃখের গল্প করতে করতে তারা
ভেসে চলে আনমনে —

চারদিক থেকে অনিশ্চয়তা ঘিরে ধরলে
আকাশের প্রচ্ছদে আষাঢ়ে মেঘ
আর জলের বুকে প্রবল ঢেউয়ের দাপাদাপি
সম্বিৎ ফেরায়

ঠিক তখনই বোঝা যায়
একবার ভেসে গেলে
উজান ঠেলে তীরে ফেরা কত কঠিন কাজ !

 

পাথর-জন্ম

বিগত জন্ম থেকে চলমান
অমীমাংসিত সমস্যাগুলো শক্তিশালী হয় ক্রমশঃ
শেষকালে এসে সমাধানের খোঁজ,
তৈরি করে আশ্চর্যজনক পরিস্থিতি!

আজীবনের চেষ্টায়, ফাঁকির পরিমাণ কতটা–
হিসেব করতে বসলে, দাঁড়িয়ে যায় ঘড়ির কাঁটা
— দুলে ওঠে ঢেউ!

সময় কখন আর কেন স্থবির হয়—-
সেই রহস্য উন্মোচিত হয়নি ব’লে
সমস্যাগুলো বংশ পরম্পরায়
পাথর-জন্ম যাপন করে,
বৈচিত্রের মধ্যে থেকে যায় শুধু
রঙ বদলের খেলা !