অরিন্দম রায়

0
278


অরিন্দম রায়

জন্ম: ১৯৮০ সালে। হাওড়ার বাসিন্দা।
এখন কর্মসূত্রে মুর্শিদাবাদবাসী।
ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর।
প্রকাশিত কবিতার বই: অষ্টধাতুর পৃথিবী,
শবসাধনা, রোজনামতা, নির্বাচিত শূন্য।
সম্পাদিত পত্রিকা: লালন। 

গীতিকা

সমকাল ভরা চাতুরী
ইতিহাস ছিল মিথ্যে
হ্যান্ডেল ভাঙা হাতুড়ি
ফাংগাস মম চিত্তে!

সকলেই ভালো চেয়েছে
কেউ তো মন্দ চায় না
পেট ভরে যত খেয়েছে
তত বেড়ে গেছে বায়না!

মেঘের ওপরে কাকেরা
উঠে ত্যাগ করে বিষ্ঠা
তুমি তাকে ভাবো চন্দন
তুমি তাকে ভাবো নিষ্ঠা!

ইতিহাস যেন পকোড়া
বাইরে কোটিং টেস্টি
সমকাল ভরা ছলনায়
ভালো আছে সেই দেশটি