নির্বাণ: রিয়া ঢোল

0
255

অনেক অশান্ত নদী পেরিয়ে এসেছে নিস্তব্ধতা
অনেক ঘুমহীন রাত পেরিয়ে আসে জানলা
পৃথিবীর মতো সুখী হতে চাওয়া চাতক দম্পতি
চঞ্চুতে চঞ্চু ঠেকায়, তবু রাত আনচান ঘুমের
রক্তাক্ত স্বপ্নেরা একমুঠো বুকেতে হানে আগুন
অভয় দেয় পৃথিবী তবু চিলেকোঠা ছেড়ে
মাটি খুঁজি, অর্থভেদ করি, তাড়াও খাই ঘুমহীন রাতে
কিন্তু বিশ্বাস করার মতো কোনো অমৃতের ডাল
ছিলনা কখনো। তাই দুহাত মুখেতে চেপে
অস্থির কারণগুলি সরলরৈখিক করতে গেলে
সকাল হয়, সূর্যের দিকে চোখ রেখে দেখি
সিদ্ধার্থের অষ্টাঙ্গিক মার্গের প্রজ্ঞা-শীল-সমাধি
রণাঙ্গনে ঢুকে পড়ে নির্বাণ লাভ সম্ভব?