বানভাসি: উপাসনা সরকার

0
316

কবিতা লিখে খুব বেশি হাসিখুশি থাকা সম্ভব নয়
কবিতার মধ্যে এক ধরণের বিপন্নতাবোধ আছে

হিংস্র জন্তু যেমন আগুনকে ভয় পায়
তেমনি সুখী মানুষ কবিতাকে এড়িয়ে চলে

কবিতাগ্রস্ত লোকেদের ভর হয়
ভূতে পাওয়ার মত তারা আছাড়ি পিছাড়ি লেখে
কল্পনা করে চরমতম অসুখের

কবিতার মধ্যে যে শোক
যে আঘাত
যে মাথাব্যথা

সেসব লিখে লিখে
কত কবির যে ঘর সংসার

ভেসে গ্যাছে

সে খেয়াল তাঁদেরই ছিলনা কোনদিন!