প্রাককথা: তুষারকান্তি রায়

0
336

উড়ো মেঘে এই যে খানিক বৃষ্টি হয়ে গেল
এই যে রাখালের মাঠ থেকে
ডেকে উঠলো হারানো বাছুর
হাঁসেরা পুকুর ছেড়ে শব্দ করতে করতে চলে যাচ্ছে
হাততালি দিচ্ছে ন‍্যাংটো বিভোর,
ভেজা ঘাস থেকে গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা স্নিগ্ধ
আমি তাকে অনুরাগ বলে ডাকি…

আমি হাঁটছি , আর
সোঁদা গন্ধে ভরে উঠছে পুরোনো সম্পর্ক ।