শান্তির জল: স্বাগতা দাশগুপ্ত

0
408

অসুরের মুখে আমাদের শান্তিকামী জননেতার মুখ

আমাদের অহিংসার ক্ষত

নতুন নতুন পথ খুঁজছে মুখ লুকোনোর

বছরের পর বছর

কাকে চির অশুভের প্রতীক বানিয়ে

ত্রিশূলে বেঁধা কার হত্যাকান্ড দেখে

আমরা পথ খুঁজছি মঙ্গলকামনার!

আমাদের মঙ্গলঘট রক্তমাখা

আমাদের শান্তির দেবতার দিকে

নিত্য উঁচিয়ে ধরছি

ধর্ম আর মতবাদ-অন্ধতার ত্রিশূল

পাঁচ হাজার বছরের ইতিহাস পেরিয়ে

দিগন্তব্যাপী সত্যাগ্রহ আর অনশনের শেষে

কে আজ একফোঁটা শান্তির জল দেবে

এই দেশটাকে?