দেবীপক্ষ: সু দী প্ত মা জি

0
215

অন্ধকার ছুঁয়ে ছুঁয়ে মনে মনে বারবার গঙ্গায় গিয়েছি…

ভোরবেলা অশ্রুটুকু তর্পণের ফুল

অচেনা আলোর মুখ জেগে ওঠে আকাশ গঙ্গায়

দেবী জাগে, মা প্রসীদ, ঝাঁকড়া এলোচুল

দশমহাবিদ্যা জাগে, নিধনপ্রহর শেষে
মাতৃরূপ জাগে!

নতুন আকাশ জাগে, হে শরৎ,
জেগে ওঠে পুলক ও প্রতিমা!
অন্ধকার ধুয়ে মুছে আলো আসে কল্পপারাবারে—
আলোর সমষ্টি থেকে
অশ্রুর অভূতপূর্ব সুর জাগে শ্রবণের পারে!

অতিব্যক্তিগত সেই সুর!