হাডুডু খেলার মাঠ: সুবীর সরকার

0
218

যারা ঘুষি প্রাকটিস করেন তাদের বলি প্লিজ একটু
কুলগাছের ছায়ায় চলে যান।লুডু নয়।দাবা খেলুন।
বাংলা কবিতায় আপনি জাস্ট একটা উত্তরীয় মাত্র
রোদের ভেতর বেড়াল হাঁটছে।আপনার নখে আজকাল মোমের আলো।আপনার চোখের মণিতে আমি দেখতে পাচ্ছি হাডুডু খেলার মাঠ।
সমস্ত দুপুর জুড়ে যারা পরকীয়া করে।ঠোটের ওপর যাদের নেমে আসে ঢেঁকিশাকের সবুজ তাদের সাথে সেলফি তুলুন আপনি।কাঠের বন্দুকের বদলে।শীত কিংবা বরফের পরিবর্তে জাস্ট একটু তর্জনী তুললাম
আমি।