হারানো রডোডেনড্রন: সৌভিক বন্দ্যোপাধ্যায়

0
359

প্রাচীন গুম্ফা থেকে ভেসে আসে মেঘ
যেন বহুদূরের বারান্দা থেকে তুমি হেঁটে এলে ধীরে
অর্কিড-উপত্যকায় সন্ধে নামছে এখন , ঘন হয়ে উঠছে ধোঁয়াকুয়াশার মরসুম
আমার আর কিছু পাবার নেই, কিছু হারাবার নেই
পাইনবনের পথে ওই দ্যাখো হাতে হাত আমাদের ছায়া
বাচ্চা লামারা ফুটবল খেলছে কিছুদূরে
আমি কোনদিকে যাবো বুঝতে না পেরে
শেষমেষ খাদের দিকেই চলে যাই
এতো প্রতিধ্বনি আমি চাইনি কোনোদিন , এতো পাহাড়ি রহস্য
আমাকে গিলে খাক, তাও চাইনি বিশ্বাস করো
এখন সন্ধে নামবে, সমস্ত পাহাড়ি গ্রাম
জোনাকি হয়ে জ্বলবে, নিভবে
আমাদের দিনগুলো, রাতগুলো ইতিহাস হয়ে গেছে
কে যে গিটার বাজায় অনন্তকাল
হারিয়ে যেতে চেয়ে আমি ওই বাচ্চা লামার চোখে
ধরা পরে গিয়েছি , তবু নিজে থেকে
আমাদের হারানো রডোডেন্ড্রনের কথা তাকে বলিনি , জেনো রেখো …