অনাবৃষ্টি : সৌরভ হাওলাদার

0
325

কতদিন বৃষ্টি পড়ে না
বুকের পাটায়
সকারণ ভেজেনি পাঁজর
জলের খাতায়

পাঁচিলে শ্যাওলা জমেছে
অবোধ হৃদয়
ঘড়িদাগে সেসব আজ
শুধু অসময়

নিয়েছি দুহাত মাটি, চাক
ঘোরে লাঠির খোঁচায়
জল সরে গিয়ে, পলি
গভীরে, সব দেখা যায়