ব্রেকফাস্টের পর: সৌমাভ

0
393

আপেল, ছুরি, জলের পাত্র,
না-খোলা খবরের কাগজ
আরো কিছু অনাবশ্যক দৃশ্য
আর আছো তুমি-নেই ফলের খোসা ছাড়ানোর দৃশ্যের মত—
খুব সাবধানে, সন্তর্পণে চেঁছে নেওয়া
ফলের অযথা মাংস যেন না ফলের খোসার সঙ্গে যায়…

যে-তোমায় সমীচিন করে তুলেছে সে এই
ছুরিবিদ্ধ ফলের গায়ে সকালের গমগমে রোদ