যথেষ্ট ব্যথার দেনমোহর দিয়ে তোমার ঋণ চুকিয়েছি কি?
কত অশ্রুর মুক্তো দানা গুনে গুনে বটুয়াতে ভরতে হয় খাজানা চুকিয়ে দিতে, বলো মহাকাল?
তবুও পরোয়া নেই। তুমি বল। বলতে থাকো। হাঁকো নীলামের দস্তুর।
আমি সব কর্জ, দায়, ঋণ পাই পাই চুকিয়ে দেব।
আনা, দুই আনা, অর্থ, অনর্থের মূলে
শুধে দেবো ধার।
পাতো হাত। অঞ্জলিতে পান্না চুনি রক্তের ফোঁটায়, ছোট বড় ক্ষুদ্র জড়োয়ার খণ্ড ফেলতে থাকবো —–এক দুই চার।
একটুকু ও বাকি থাকবে না দেনা। সমস্ত মেটাবো।
এসো হাত পাততে শেখো।