উদাসিনী—১ শিবানী

0
299

হঠাৎ কোনো তপ্ত গ্রীষ্মদিন,
বৃষ্টি এলো শহরতলীর পাড়ায়
দু-চোখ জুড়ে অতীত কিছু ঋণ—
ঝাপসা স্মৃতি প্রাচীর হয়ে দাঁড়ায়

বিষাদ বুঝি জলের ছদ্মবেশে
আঁধার হয়ে রাখছে লিখে নাম
হঠাৎ যদি সন্ধ্যা এলো ভেসে
নিম্নচাপের মেঘে ছুটির খাম

দু-খানি ট্রেন ছুটবে দুইটি দিকে
বাজলো বাঁশি, বিসর্জনের ডাক,
কক্ষপথে চিহ্নটুকু রেখে
একলা মেয়ে একলা পড়ে থাক…