হিতবাদী: শাওন নন্দী

0
223

এমন কোনও বৃষ্টি নেই
এমন কোনও দৃষ্টি নেই
মেঘলা নেই যাতে

এমন কোনও ক্রান্তি নেই
এমন কোনও ভ্রান্তি নেই
ছায়ার চেয়ে গাঢ়

এমন কোনও আগল নেই
এমন কোনও বাকল নেই
বনস্পতি মায়া

এমন কোনও প্রান্ত নেই
এমন কোনও শ্রান্ত নেই
বিরহ যার আয়ু

এমন কোনও শব্দ নেই
কাল কিংবা অব্দ নেই
নিরপেক্ষ, সাদা

এমন কোনও পাত্র নেই
এমন দিবা রাত্র নেই
জলের দরে বুক

এমন কোনও ভূমিও নেই
এমন কোনও তুমিও নেই
যে জানে নির্মোহ

এমন কোনও দৃষ্টি নেই
মেঘে বজ্র বৃষ্টি নেই
যেখানে আমি মাটি …