মেলাঙ্কলিক: সেঁজুতি ভাদুড়ি

0
292

তখনও তো ওরা কেউ শরীর বোঝেনি
প্রেমের গন্ধ ছিল টিউশন জুড়ে
এলোমেলো চুল তাতে লাল নীল গার্ডার
সপ্তাহে তিনদিন মন ফুরফুরে।

ওরা কেউ চেনে না কি, আদরের মায়া
শুধু বোঝে কালো শার্ট, নীল চুড়িদারে
একটুও হাত যদি লেগে যায় হাতে
দিনটা দিব্যি কাটে নচিকেতা সুরে।

এইভাবে ফেলে এসে সময়ের ক্ষত
হঠাৎ বজ্রপাত, গড়িয়ার মোড়ে
অটোর লাইনে জ্যাম, মেঘ করে আসে
দুটো ছাতা এক হয় ঠেলাঠেলি করে।

বিধাতা তাকিয়ে থাকে, বৃষ্টির সাজে
কিশোরীর বুকে আজ গোধূলির বিকেল
তবু কেউ তাকায় না কারুর শ্ৰীমুখে
কালো শার্টও চেক আর নীল রং ফিকে

 

এ বিরাট পৃথিবীতে কত লোকই থাকে
মনেও পড়েনা ঠিক শেষ কবে দেখা
কলকাতা বড় হয়, মেট্রোর সাথে
দুজনে ভিজতে থাকে খুব একা একা।