শিকার: সায়ন্তী দাস

0
363

জাল যদি বুনে নিতে হয়
তবে দেরি কিসের
মাছেরা যে প্রস্তুত
সমর্পণে

সে পাল্লা হোক কি
রুই মৌরলা

বোকা স্ক্রিন, পণ্য নীতি
রঙিন চশমা, জিপিএস

আমরাও জালের তলায়…