একটা লোক বাসের পাদানিতে দাঁড়িয়ে: সৌম্যজিৎ আচার্য

0
334

একটা লোক বাসের পাদানিতে দাঁড়িয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ল একদিন
ঘুম যখন ভাঙল,দেখল,এ পৃথিবীতে আর বাস চলে না
কোথাও কোনও ট্যাক্সিস্ট্যান্ডও নেই
চলে শুধু হাওয়া আর পাটাতনে রাখা সময়…

বাসের জানলাগুলো খুলে নিয়েছে কেউ,বসার সিটে তা দিচ্ছে পায়রা
এক গায়ক তারই মধ্যে গান গাইছে ইলেকট্রিক গিটারে

স্টেশানের ভেতরে,বাইরে প্রেমিকার মতো মেয়েরা উড়িয়ে দিচ্ছে হাহাকার…

একটা লোক বাসের পাদানিতে দাঁড়িয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল একদিন
ঘুম যখন ভাঙল,দেখল,এ পৃথিবীতে আর যান চলে না
কোথাও কোনও প্রতিক্ষালয় নেই

যারা কোথাও যেতে পারেনি,
রাস্তায় রাস্তায়
তারা শুধু যাচ্ছে এখন…