অসহায়: সাতকর্ণী ঘোষ

0
375

রাত দীর্ঘ হলে ভয়ও লম্বা হয়ে যায়
বাইরে বৃষ্টি নামে — প্রবল বৃষ্টি
ঘরে খিল এঁটে দিই
শব্দ আসে শব্দ ভাসে শব্দ হাসেও
ঘরে তখন একা এবং অনেকে
তবুও শব্দ আসে
জাগিয়ে রাখে সমস্ত রাত
রাতও জেগে থাকে ঠিক নিশাচর
পাশাপাশি সেও অস্ত্র শানায়
রাত দীর্ঘ হলে ভয়ও লম্বা হয়ে যায়

রাতের সব চরাচর চুপ চুপচাপ
ঘরে আমি এবং অনেকে
চুপ চুপচাপ
শুধু নিশ্বাসের শব্দে বোঝা যাচ্ছে
এখনও আছি —- আছি মাত্র— হায়!
রাত দীর্ঘ হলে ভয়ও লম্বা হয়ে যায়