খণ্ডিতা: শাশ্বতী সান্যাল

0
354

আমার বঁধুয়া নয়, তবু রাত জেগে দেখি
তার অমন আনবাড়ি যাওয়া
ধুলোনদী পার হয়ে, ডিঙিতে পদ্মের ছাপ রেখে

কার কুঞ্জে এত রাত? ভাবি একদিন কাছে ডেকে
কপট জিজ্ঞাসা করি, ভালোমানুষের ছেলে, শোনো-

চোখের দিঘলে এসে নদীশব্দ পেয়েছ কখনও?

সে ঢেউ আমার নয়। ভীষণ এই আনচান দিনে
না, গাঙ্গিনি নই আর। জল নেই যমুনাপুলিনে।

খরার ভিতরে জ্বলে হু হু তাপ, কণ্ঠা জ্বলে যায়

এ ভরা ভাদরে, হ লা পিয়সহি, আছে কি উপায়!

আমারই আঙিনা দিয়ে কানু যদি অভিসারে যায়…