ঈশ্বর: শাশ্বতী ভট্টাচার্য

0
257

আলোর মতো রাত্রি নামে, উপচে পড়ে ঘর,
স্বপ্ন জুড়ে জাগল কি মর্মর?
চাঁদের মতো হাঁড়ির ভিতর গান ধরেছেন তাপ,
খিদের ছায়া মারল এসে ঝাঁপ।
ঝাঁপ দিয়েছে হাজারো চোখ, ঝাঁপ দিয়েছে দেশ,
এক হাঁড়িতেই মস্তানি সব শেষ।
যুদ্ধ কেবল অন্ধকারের, যুদ্ধ কেবল নিজের।
যত হারজিত খিদের রক্তবীজে।

আলোর মতো রাত্রি নামে – পরনে রাজবেশ
হাঁড়ির ভেতর, জলের ভেতর ফুটছে আমার দেশ।
“চাঁদ উঠেছে, ফুল ফুটেছে” – খিদের ভেতর ঘর,
খিদে আমার অচিন্ত্য ঈশ্বর।