নব্য দ্যূতক্রীড়া: সঞ্চারী গোস্বামী

0
181

দ্যূতসভাস্থল মধ্যে পৌঁছলেন অনিন্দিতরুচি।

বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ প্রত্যেকের চোখে চোখ রেখে
নিক্ষেপিত হল তার প্রশ্নবাণ–
যিনি নিজে পরাজিত, তার অধিকার ছিল অন্যকে পণ রাখা?
এর উত্তর কী, সে তো সকলের জ্ঞাত;
ফলাফল সুদূরপ্রসারী; সে কথা বুঝতে এই সভাস্থলে জ্ঞানী-অজ্ঞানী–
অসুবিধা ছিল না কারোরই।
তবু সেই নিয়তিতে পাঞ্জাছাপ দিলেন সকলে।

আরও এক দ্যূতক্রীড়া শুরু হয়ে গেছে।
নীতি-নির্ধারক যারা, আত্মবিক্রয় করে
পণ রেখে চলেছেন বন-মাঠ, নদী ও পাহাড়–
পণ রেখে চলেছেন মানুষের জীবন ও জীবিকা।
মহাকাব্যের যুগে মীমাংসা হয়নি, তাই রুদ্ধবাক অভিজ্ঞ-জ্ঞানীরা।
কে না জানে মৌনেই প্রচ্ছন্ন সম্মতি!

“দ্বিধা হ‌ও, দ্বিধা হ‌ও” — এ ধরিত্রী বলবেন কাকে?