দেবীপক্ষ, মায়ের বোধন—
তারপর,
সবাই বলল দেবী বিসর্জন— এ তো বড় পুণ্যের!
আসলে,
লোকনিন্দা-সামাজিকতা হল মুখ্য-
গল্পের আড়ালে রয়েছে সাজানো গল্প— সর্বংসহা দেবী সাজানোর!
পান থেকে চুন খসলো
বাজলো উলু ধ্বনি, শাখ আর বিসর্জনের বাদ্যি
মুহূর্ত অপেক্ষা, সব শান্ত
সব শব্দ পরিণত হল শবে
নীরব দর্শক দেখল— আহা! আহা! বলে দেবীর পুণ্য বিসর্জনে দিল হাত তালি
তারপর ফিরে গেল যে যার বাসায়
শুধু ঘাটে পড়ে রইল—
রঙ চটা অর্ধেক কাঠামো, ছেঁড়া কাপড় আর ভাঙা কলসি!