কলিজা: সমরেশ মুখোপাধ্যায়

0
316

আমাদের আর কিছু নেই শুধু
জড়িয়ে ধরতে পারি
বাজ বিদ্যুতে ঝড়ে বা তুফানে
হাহাকারে মহামারি

যা আসে আসুক বুঝে নেব
এই বুকের কলিজা পেতে
তোমার জন্য রুটি রাখা আছে
তোমার জন্য ভাত…

এসো আজ এই গল্প করবো
পথ দিয়ে যেতে যেতে…

যাই হোক যদি অন্যায় দেখো
নোয়াবে না আর মাথা..
তোমাকে লিখছি চোখে চোখ রাখো
সন্ধ্যার ঝরা পাতা …